দক্ষিণ চট্টগ্রাম হয়ে ঢুকছে মাদকের চালান, ছড়িয়ে যাচ্ছে সারাদেশে

মোহাম্মদ জুবাইরঃ দক্ষিণ চট্টগ্রামের মাদক কারবার নিয়ে ৪ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব
দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া সাতকানিয়ার বিভিন্ন এলাকা মাদক কারবারিরা নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে । এই এলাকায় দিয়ে ঢুকছে ফেনসিডিল, গাঁজা বাংলামদ ও ইয়াবাসহ হরেক রকম মাদক। প্রতিনিয়ত সাতকানিয়া চুনতি জাঙ্গালিয়া নামকস্থান দিয়ে ইয়াবা, বোয়ালখালীর পাহাড় ও কর্ণফুলী নদী ঘেষা করল ডেঙ্গা, জৈষ্ঠপুরা, দাশের দীঘি, আমুচিয়া, কানুগোপাড়া, কালইয়ারহাট হয়ে পাহাড়ী চোলাই মদসহ নানা মাদক আসছে। আবার পটিয়ার কেলিশহর ইউনিয়ন মৌলববী হাট বাজার সড়ক এবং ধলঘাট সিমান্ত প্রভা ষ্টোটর দিয়ে মাদককারবা মাদক পাচারের নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার করছেন।
এইসব সড়ক দিয়ে আসা মাদক সারাদেশে ছড়িয়ে পড়ছে। এই সব এলাকার গ্রাম কিংবা পাড়া মহল্লায় অবাধে সেবন ও বিক্রি হচ্ছে মাদক। আবার বিভিন্ন মাদকের মধ্যে এখন ইয়াবার ছড়াছড়ি বেশি, এই ইয়াবা প্রতিবেশি দেশ মায়ানমার থেকে উখিয়া ও টেকনাফ হয়ে বাংলাদেশে ঢুকে। যা সড়ক ও নৌপথে পটিয়া, সাতকানিয়া ও বোয়ালখালী হয়ে মাদক বিক্রেতারা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে।
প্রায় প্রতিদিন চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে চেকপোস্ট বসিয়ে পুলিশ প্রশাসন তাদের সাধ্য মতো হাজার হাজার পিস ইয়াবা উদ্ধার করার পরেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ব্যবসা করে যাচ্ছে ইয়াবা কারবারিরা।
পাহাড়ী চোলাই মদ ও ইয়াবাসহ কিছু মাদক পরিবহনে মাদক কারবারিরা নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার করে
বোয়ালখালী থানাধীন করল ডেঙ্গা, জৈষ্ঠপুরা, দাশের দীঘি, আমুচিয়া, কানুগোপাড়া, কালইয়ারহাট এলাকাগুলো ।
এছাড়া উপজেলা পৌরসভা এলাকা সহ বিভিন্ন ইউনিয়নের একাধিক স্থানে মাদক বেচাকেনা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়াও বোয়ালখালী- পটিয়া সিমান্ত পাহাড়ে মাদকের ছড়াছড়ি।
এছাড়াও পটিয়া- বোয়ালখালী সিমান্ত কেলিশহর – করলডেঙ্গা সিমান্ত এলাকায় মাদকের ছড়াছড়ি চলছে । নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো চাইলেই পাওয়া যাচ্ছে দেশীয় চোলাই মদ,গাঁজা ও ইয়াবা সহ নানান ধরনের মাদক।
বিভিন্ন সূত্রে জানা যায়, প্রভাবশালীদের সহযোগীতায় ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের বদৌলতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বোয়ালখালী, পটিয়া সাতকানিয়ার বিভিন্ন এলাকা মাদক কারবারিদের নিরাপদ মাদক পরিবহন। সুএ জানাযায়, পটিয়ার কেলিশহর ইউনিয়ন ও হাইদগাও ইউনিয়ন এবং বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন ও আমুচিয়া ইউনিয়নে পাহাড় জনপদ হওয়ায় এবং তার সাথে যুক্ত রাঙ্গুনিয়া সিমান্ত পাহাড়ের জনপদ দিয়ে অবাদে ঢুকছে চোলাই বাংলা মদ। তালুকদার বাড়ি এলাকায় কয়েকজন শীর্ষ মাদক ব্যাবসায়ী রয়েছে বলে অনুসন্ধানে জানা যায়। আমুচিয়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের উত্তর সর্দারপাড়া,কানুনগো দের বাড়ির পিছনে, উত্তর সর্দারপাড়া বড়পুকুরের পূর্বপাড়ে গঙ্গার দোকানের সামনে মাদক কারবারিরা দিনের আলোয় প্রকাশ্যে চোলাই মদ,গাজাসহ অন্যান্য মাদক বিক্রি করছে।
পটিয়া- বোয়ালখালী- রাঙ্গুনিয়া সিমান্তবর্তী হওয়ায় কেলিশহর ইউনিয়ন মৌলববী হাট বাজার সড়ক দিয়ে এবং ধলঘাট সিমান্ত প্রভা ষ্টোটর দিয়ে মাদককারবারীদের মাদক পাচারের নিরাপদ সড়ক হিসেবে ব্যাবহার করছে। এলাকার লোকজন সুএে জানাযায় বিভিন্ন কৌশল বিভিন্ন চল-চাতুরী মাধ্যমে সিন্ডিকেট গঠন করে মাদক বানিজ্য জমজমাট চালাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান সচেতন মহল।