এক্সক্লুসিভচট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামের পোস্টঘাট পূর্বজনে ১৩ জন পাচারকারী আটক

নাছির হাওলাদার চট্টগ্রামঃ চট্টগ্রামের বন্দরনগরী পোস্টঘাট পূর্বজন এলাকায় আজ সকালে একটি গোপন অভিযানে মানব পাচারচক্রের সঙ্গে জড়িত ১৩ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনী। অভিযানে পাচারের শিকার কয়েকজন ভুক্তভোগীও উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে নারী ও কিশোরও রয়েছেন।

অভিযানটি পরিচালনা করে র‍্যাব-৭ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পূর্বজনে একটি পরিত্যক্ত গুদামঘরে দীর্ঘদিন ধরে মানব পাচারের পরিকল্পনা ও প্রস্তুতি চলছিল। সকাল ৬টার দিকে যৌথ বাহিনী ঘেরাও করে গুদামটি এবং প্রায় দুই ঘণ্টার চিরুনি অভিযানে ১৩ জনকে আটক করে।

র‍্যাব-৭ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ ব‌লেন, “আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মানব পাচারের সঙ্গে যুক্ত। তারা প্রতারিত মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে বিদেশে কাজের সুযোগের প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা করত।”

তিনি আরও জানান, “এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগাযোগ রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার রুট, মদদদাতারা ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার পর থেকে পোস্টঘাট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যাতে পাচার প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button