আলফাডাঙ্গায় সরকারী রাস্তার গাছ চুরির হিড়ীক

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারী রাস্তার গাছ চুরির হিড়ীক পড়েছে। উপজেলার ফলিয়া বারাসিয়া নদীর পাড় থেকে প্রতিনিয়ত সরকারী গাছ চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ শুক্রবার (২৭ জুন) গভীর রাতে পানি উন্নয়ন বোর্ডের বিশাল আকৃতির ৮টি চম্পল গাছ চুরি করে কেটে নিয়েছে দূর্বৃত্তরা।
যার আনুমানিক মূল্য ৩লক্ষ টাকা। স্থানীয় সুত্রে জানা যায়, ফলিয়া বারাসিয়া নদীর পাড়ে সাহাদাতের বাড়ির সামনে থেকে এ গাছ কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
শাহাদাতের স্ত্রী ছালমা বেগম জানায়, ভোর ৪টার দিকে ৭/৮ জনের একটি দল রাস্তার সাথে আমার টিনের বেড়া খুলে দ্রুত গাছ কেটে নিয়ে চলেযায়।
এলাকাবাসী জানান একটি কুচক্রী মহল মাঝে মাঝেই রাতের আধারে এখান থেকে গাছ চুরি করে কেটে নিয়ে যাচ্ছে। তাদের দাবি বিষয়টি প্রশাসন খতিয়ে দেখে এর ব্যবস্থা নিলে সরকারী এ সম্পদ রক্ষা হবে। স্থানীয় ইউপি সদস্য লিটন বিশ্বাস বলেন, নদীর বেড়ীর এ গাছ দেখা শোনা করার দ্বায়ীত্বে লোক রয়েছে তাদের অবহেলায় এধরেনের ঘটনা ঘটছে।
তাছাড়া ঐ এলাকাটা জনমানবহীন হওয়ায় একটিচক্র রাতের আধারে গাছ কেটে রাতেই তা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) একে এম রায়হানুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, যারাই এ ঘটনায় দোষিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।