পাঁচমিশালি

রাস্তা সংস্কারের দাবিতে লক্ষ্মীপুরে স্থানীয়দের মানববন্ধন

এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দীর্ঘ ১৬ বছর ধরে রাস্তা সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। এই ভোগান্তির প্রতিবাদ ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন তারা।

শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ উত্তর বাজার থেকে পশ্চিম লতিফপুর ধোপাঘাটা ব্রিজ পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে এটি সংস্কার হয়নি। ২০০৮ সালে রাস্তাটি নির্মাণ করা হলেও এরপর আর কোনো সংস্কার করা হয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে চন্দ্রগঞ্জ, বেগমগঞ্জ ও চাটখিল উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করেন। এছাড়া এটি প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র সড়ক।

জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। তারা দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

তারুণ্যের আলো সমাজকল্যাণ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মশিউর রহমান ফাহাদ, তানিম হোসেন, ইয়াকুব রিপন মুন্না, মাওলানা জসিম উদ্দিন, আলমগীর হোসেন, শরীফ হোসেন, রফিকুল ইসলাম, বাহার উদ্দিন, উত্তম কুমার দাস, বিপ্লব প্রমুখ।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, যুব সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button