ফেডারেশন অব জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর মানববন্ধন
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম জাতিকে নির্মূল করার উদ্দেশ্যে মিয়ানমার সরকার ও সামরিক জান্তারা যে গণহত্যা, গণধর্ষণ ও অমানুষিক নির্যাতন চালাচ্ছে, এর প্রতিবাদ ও প্রতিকারের দাবিতে ফেডারেশন অব জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও) ২৩ সেপ্টেম্বর’ ১৭ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সংগঠনের চেয়ারম্যান এস এম মোরশেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-মহাসচিব এম এ মোতালিব হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান, নজির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, অর্থ সম্পাদক বাতেন সরকার, মানববন্ধন উদযাপন কমিটির আহবায়ক লায়ন নুর ইসলাম, সদস্য সচিব মাহবুবুল ইসলাম, এস এম জহিরুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে রাখাইন প্রদেশে গণহত্যা, গণধর্ষণ ও অমানুষিক নির্যাতন, জ্বালাও-পোড়াও বন্ধ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার দাবী জানান। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কাউন্সিলর ও সামরিক জান্তাদের বিচারে জাতিসংঘের হস্তক্ষেপ দাবী করেন। বক্তারা রোহিঙ্গা শরনার্থীদের বাংলাদেশে আশ্রয় ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় এবং জাতিসংঘের ৫ দফা প্রস্তাব উত্থাপন করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।