চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকা হতে দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ০২ রাউন্ড কার্তুজ (লীডবল)উদ্ধার করেছে র্যাব-৭,

এম এ মান্নান : র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদরঘাট এলাকায় ঝোপের মধ্যে সন্দেহজনক একটি পলিথিন ব্যাগ পরে আছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৫ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ২০৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরী রোড বায়েজিদ নার্সারির উত্তর পাশে দেয়াল সংলগ্ন ঝোপের মধ্যে শপিং ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়।আভিযানিক দলটি উপস্থিত লোকজনদের সম্মুখে শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ টি একনলা বন্দুক এবং ০২ রাউন্ড কার্তুজ (লীডবল) উদ্ধার করে। আভিযানিক দলটি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মালামাল জব্দ করে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



