বিবিধসংগঠন

সাংবাদিক হৃদয় ইসলামের নামে সামাজিক  যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলাচ্ছে

স্টাফ রিপোর্টার ;

সাংবাদিক হৃদয় ইসলামের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি দিয়ে  একটি মহল  অপপ্রচার চালাচ্ছে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েন । এ অপপ্রচার চালানো হয়েছে Md Raju Ahammed নামের একটি ফেইসবুক আইডি থেকে। সেখানে দেখা যায় একটি মেয়ের সাথে আমার ছবি। এবং ক্যাপশনে লিখেছে শনির আখড়া গোবিন্দপুরের তারের  একটি কারখানা থেকে  টাকা নিয়েছে তার প্রমান তার কাছে আছে। যে অপপ্রচার চালনো হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। এতে
আমার মান সম্মান ও মানহানি হয়েছে। এবিষয় এমডি রাজু আহম্মেদ এর বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।যাহার নাম্বার ১১০১ তারিখ ২৭-১০-২০২৪ইং। উক্ত বিষয়টি উদ্দেশ্য মূলক ও বানোয়াট। আমি এর তীব্র  প্রতিবাদ জানাই। অপপ্রচারকারী সন্দোহ জনক ব্যক্তি ইতি পূর্বে তাহার অপকর্ম দুর্নীতির বিষয়ে একাধিক পত্রিকায় সংবাদ  প্রকাশিত হয়। এব্যাপারে পরবর্তীতে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button