অন্যান্য

‘প্রেসক্লাব আলফাডাঙ্গা’ এর সাংবাদিকদের সঙ্গে শাহ্ মুহাম্মদ আবু জাফর এর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: ফরিদপুর-১ আসনে ১৮ দলীয় নির্বাচনী জোট জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত এমপি প্রার্থী শাহ্ মুহাম্মদ আবু জাফর এর মতবিনিময় সভা আজ ৭ জানুয়ারী বুধবার দুপুর ১২:৩০ মিনিটে ‘প্রেসক্লাব আলফাডাঙ্গা’ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক আরিফুজ্জামান হেলাল এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের সাংবাদিক
তৈবুর রহমান (সদস্য সচিব),
এস কে রাজু (যুগ্ম-আহ্বায়ক-১),
আরিফুজ্জামান চাকলাদার (সিনিয়র সদস্য), মুকুল শরীফ (সদস্য), ফেরদৌস খান (সদস্য), আরমানুজ্জামান রাজু (সদস্য), নঈম হোসেন (সদস্য)।

আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত দু’জন সাংবাদিক আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী) ও মুহাম্মদ ইমরান খাঁন (বোয়ালমারী) এবং শাহ্ মুহাম্মদ আবু জাফর এর সফর সঙ্গী জিবালুর রহমান (বোয়ালমারী)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button