অন্যান্যচট্টগ্রামচট্টগ্রাম বিভাগদেশ

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

রতন বড়ুয়া :

M A Mannan12:23 (0 minutes ago)
to me

রতন বড়ুয়া : রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরীক্ষা আজ ২৩ জানুয়ারী ২০২৬ শুক্রবার দুপুর ২টায় আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । এতে ৩য় থেকে দশম শ্রেনী পর্যন্ত্য প্রায় ১৫০জন ছাত্র/ছাত্রী অংশগ্রহন করেন । 

আবুরখীল বৌদ্ধ কল্যান তহবিলের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আবুরখীল কেন্দ্রিয় বিহারের অধ্যক্ষ ভদন্ত অরুনানন্দ মহাথের , সাধারন সম্পাদক আবুরখীল বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের , আবুরখীর অজন্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের, জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের , পন্ডিত ধর্মরাজ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মদর্শন থের , আবুরখীল মনোকামনাপুর্ন জাদীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উককট্টা পঞ্ঞা থের ,

বিদর্শন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ থের , চান্দগাঁও কেন্দ্রীয় বিহারের আবাসিক ভিক্ষু নিরোধানন্দ ভিক্ষু, জৈষ্টপুরা শান্তিময় বিহারের অধ্যক্ষ ধর্মালংকার ভিক্ষু, বড়িয়াখালী নালন্দ বিহারের অধ্যক্ষ দেবপ্রিয় ভিক্ষু, আবুরখীল গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু, নন্দন কানন বিদর্শন বিহারের আবাসিক ভদন্ত রাহুলানন্দ ভিক্ষু প্রমুখ । 

বৃত্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন এর সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান শাখার সহ-সভাপতি কিরন বিকাশ বড়ুয়া, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য অবসর প্রাপ্ত শিক্ষক সম্বল কুমার বড়ুয়া, আবুরখীল খেলোয়ার সমিতির অর্থ সম্পাদক ও প্রাক্তন কাষ্টম কর্মকর্তা অপু বড়ুয়া, আবুরখীল গৌতম বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বাবু বড়ুয়া, বাংলাদেশ ফরেষ্ট ডিপার্টমেন্টের ন্যাশনাল কনসালটেন্ট(কমিউনিটি মোবাইলেজশন) বরণ বড়ুয়া, অজন্তা বিহার পরিচালনা পরিষদের উপদেষ্টা শিমুল বড়ুয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, অজন্তা বিহার পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক ব্যাংক কর্মকর্তা সরোজ বড়ুয়া,ব্যাংক কর্মকর্তা রুমা বড়ুয়া ।

পরীক্ষা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সনদ কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক সঞ্চিতা বড়ুয়া,সিনিয়র শিক্ষিকা সেবু বড়ুয়া,শিক্ষিকা ইতি বড়ুয়া,শিক্ষক সুমিত্র বড়ুয়া, শিক্ষিকা মৌমিতা বড়ুয়া, শিক্ষিকা উর্মি বড়ুয়া,শিক্ষিকা মিতা বড়ুয়া, শিক্ষিকা উর্মিলা বড়ুয়া, শিক্ষিকা মুনমুন মুৎসুদ্দি ও শিক্ষিকা মলি বড়ুয়া ,ইমন ও রুবেল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button