ইসলাম ধর্ম
সূরা ইনশিরাহ্ এর ফযিলাত ও আমল

কারো কাজ কর্ম বন্ধ হয়ে গেলে পূর্ণ পবিত্রতার সহিত বিসমিল্লাহসহ সূরা ও ইনশিরাহসহ নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে প্রতিদিন একুশবার পাঠ করে মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করবে। আমলটি চালু রাখা অতি উত্তম।
বিসমিল্লাহসহ সুরা ইনশিরাহ তিনবার পাঠ করে ফুঁক দিলে ব্যবসায় দ্রব্যে রাব্বুল আলামীন প্রচুর বরকত দান করবেন।
কোন ব্যক্তির বুকে পিঠে ব্যথা থাকলে পবিত্রতার সহিত বিসমিল্লাহসহ সুরা ইনশিরাহ লিখে সরিষার তেল পানিতে মিশিয়ে উক্ত তৈল বিসমিল্লাহসহকার মালিশ করবে, রাব্বুল আলামীনের রহমতে উক্ত ব্যথা দূর হয়ে যাবে।