ষ্টাফ রিপোর্টার ঃ
দেশের খ্যাতনামা ক্রিকেট খেলোয়ার মাশরাফি বিন মর্তূজার বিরুদ্ধে গৃহিনী মাছুমা আক্তারকে কু-প্রস্তাব দেয়া এবং প্রস্তাবে রাজী না হওয়ায় ফেসবুকে অশ্লীল ছবি প্রেরন, কটুক্তি, ফেসবুক বন্ধ করে দেয়া, গভীর রাতে ফোন করা সহ নানা অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, মাছুমার বাবার বাড়ী কুমিল্লায়। স্বামী, ছেলে-মেয়ে নিয়ে থাকেন আশুলিয়া থানা এলাকায়। মাছুমা ফেসবুকের মাধ্যমে ইসলাম প্রচার এবং ক্রিকেট খেলা পছন্দ করেন। সেই সুবাদে মাশরাফি বিন মর্তূজার সাথে ফেসবুক ফ্রেন্ডশীপ হয়। কয়েকবার সরাসরি দেখা সাক্ষাতও হয়। এক পর্যায়ে মাশরাফি মাছুমাকে কু-প্রস্তাব দেয়। মাছুমা তাতে রাজি হয়নি। তারপর থেকে মাশরাফি তাকে নানাভাবে হয়রানী করতে থাকে। বর্তমানে এ নিয়ে মাছুমার স্বামীর সাথেও তার দুরত্ব সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আশুলিয়া থানায় জি.ডি করতে গেলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তার জি.ডি এন্ট্রি করেননি বরং তার সাথে অশোভন আচরন করেন। পরে মাছুমা এই বিষয়ে গত ৪ জুলাই ২০১৭ তারিখে মাননীয় আই.জি.পি বরাবরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং জি.ডি এন্ট্রির নির্দেশ চান।