উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১০০ জন ইমাম ও মোয়াজ্জিনদের অন লাইনে ডাটাবেজ করার লক্ষ্যে এ টু আই প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে সকাল ১০টায় মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইজ ট্রেনিং সেন্টারে প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম প্রমূখ। এ সময় প্রধান অতিথি ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে ইমাম- মোয়াজ্জিনদের সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সকল জঙ্গী অপতৎপরতা রোধে মানুষের মাঝে শান্তির বাণী পৌছে দেয়ার আহবান জানান।