কিশোরগঞ্জে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কার্ষনির্বাহী কমিটি গঠিত

0
671

মিজানুর রহমান, কিশোরগঞ্জ (নীলফামারী) হইতে ঃ
নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা ইউনিয়ন শাখার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কার্ষনির্বাহী নতুন কমিটি গঠিত। মুক্তির মূলমন্ত্র- ইসলামী শাসনতন্ত্র, এসো সম্প্রতির বন্ধনে- আমাদের সমাজ আমরাই গড়ি। আমরা তাদের পথ অনুসরণে চলি, যাদের ত্যাগ ও সেবায় পেয়েছি এদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বড়ভিটা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ১১ টায় মোঃ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা/২০১৭ পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মোঃ শিহাবুল ইসলাম সাবুল, উপজেলা সভাপতি, ইসলামী আন্দোলন বাংরােেদশ। বিশেষ অতিথি মোঃ সোহেব ইসলাম,অর্র্থ সম্পাদক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। প্রধান অতিথি  বলেন, ছাত্রদের পড়ালেখার পাশাপাশি ইসলামী আন্দোলনে অংশ নিয়ে দেশ-মাটি-মানুষের কল্যাণে আত্বনিয়োগ করতে হবে। যে কোন কাজ করতে হলে জোটবদ্ধভাবে করতে হবে। তাহলে কাজে সফলতা আসবে। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইউনিয়ন কমিটির লক্ষ্য ও উদ্দেশ্যের উপর  আলোকপাত করেন। সেই সাথে তিনি কার্যনির্বাহী কমিটি গঠণের জন্য নাম প্রস্তাবের আহব্বান জানান। উপস্থিত সক্রিয় সদস্যের সফল নেতৃত্বে ইলেকশন নয়  প্রকাশ্য সিলেকশনে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান ও সহ-সভাপতি মোঃ ফজেেল রাব্বী, সাধারণ সম্পাদক মোঃ সাজু মিয়া, প্রচার সম্পাদক মোঃ সাকিব আল হাসান সুজন, সদস্য মোঃ বেলাল হোসেসন প্রমুখকে নিয়ে নতুন কার্র্যনির্বাহী কমিটি গঠিত হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here