ইয়াকুব নবী ইমন, বেগমগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি:
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আয়োজনে নোয়াখালীর প্রথম শ্রেনীর ’চৌমুহনী পৌরসভা’র মেয়র আক্তার হোসেন ফয়সল এক সপ্তাহের সরকারী সফরে জাপান গেছেন।
গত ২৪ জুলাই তিনি ঢাকা ত্যাগ করেন। তিনি আগামী ৩০ জুলাই পর্যন্ত জাপানের রাজধানী টোকিওসহ বিভিন্ন শহরের উন্নয়ন মুলক কর্মকান্ড সরজমিনে পরিদর্শন, পর্যবেক্ষন করবেন। পরে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে তা বাংলাদেশে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে পৌরসভার উন্নয়নে কাজে লাগাবেন ।
শুক্রবার বিকালে চৌমুহনী পৌর সচিব কাইউম উদ্দিন জানান, আগামী ৩০ জুন পৌর মেয়র দেশে আসার কথা রয়েছে। দেশে ফিরে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন বলেও জানান পৌর সচিব।