জামালপুর প্রতিনিধি ঃ জামালপুর রেলষ্টেশনে অবস্থিত বিভিন্ন গেষ্ট হাউজে চলছে গণর্ধষন সম্প্রতি জামালপুর থানার বিভিন্ন পুলিশ হরেক রকমের বিদেশী মদ নিয়ে বিভিন্ন থানা শহর থেকে উটতি বয়সী মেয়েদের নিয়ে এসে হোটেল গুলোতে রাত্রীজাপন ও র্ধষন করছেন। যেমন হোটেল মইন উদ্দিন প্রোঃ মোঃ আব্দুল হামিদ তুতা , হোটেল হাবিব প্রোঃ মোঃ হেলাল উদ্দিন , হোটেল অন্তি প্রোঃ মোঃ হাবিবুর রহমান হবি , হোটেল মহানগর প্রোঃ মোঃ রবিন হোটেল সোয়ন প্রোঃ সাজু মিয়া হোটেল রহমত আলী প্রোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক হোটেল মনে রেখো প্রোঃ মোঃ জয়নাল আবেদিন হোটেল এমারক প্রোঃ মোঃ সুরুজ মিয়া রেলওয়ের কিছু অসাধু কর্মচারী উক্ত হোটেল গুলো কে ভূয়া লাইন্সেন প্রদান করে কাগজ অনুযায়ী ২০ ফিট থেকে ১৫ফিট এর কথা থাকলেও দখল করে আছে ৫০ফিট থেকে ৬০ ফিট । রেলের জমি ক্ষমতার জোরে দখল করে আসছে উক্ত আবাসিক হোটেল মালিকরা। তাদের অত্যাচার ও লুচ্চামি দিনে দিনে বেড়েই চলেছে বলে, ষ্টেশন এলাকায় লোকজন জানান । সম্প্রতি রেলষ্টেশন জামে মসজিদের সামনের অবৈধ ভাবে গড়ে তুলেছে এক বিশাল মার্কেট কেউ তাদের বিরুদ্ধে কথা বললে তাকে বিভিন্ন ভাবে হয়রানী সহ আইনে শৃঙ্খলা মিটিং এ তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা সহ মামলায় জড়িয়ে অথবা ক্রসফায়ারে দিয়ে দিবে এমনকি প্রণনাশের হুমকি দিয়ে থাকে । এমন ও অভিযোগ আছে গেষ্ট হাউজ থেকে দেহ ব্যবসার আড়ালে মাদক ও দেহ ব্যবসা করে রাতারাতি কোটিপতি হন । তারা মসজিদের পূর্ব পাশে একখানা চায়ের হোটেল একখানা দাতের চিকিৎসার কথা বলে একটি দোকান পরিচালনা করে এবং জিআরপি থানার পিছনে রেলওয়ের জয়গা ভরাট করে একই ভাবে অটোর্চাজার এর গ্যারেজ ও সুদের ব্যবসা পরিচালনা করে আসছে।