জামালপুর শহরের ডন কুখ্যাত জাকির হেসেনের নানা রকমের অবৈদ ব্যবসা জাকির হেসেন অবৈদ ব্যবসা

0
603

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরের ডন কুখ্যাত জাকির হেসেনের নানা রকমের অবৈদ ব্যবসা জাকির হেসেন অবৈদ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। জামালপুরর জাকির হেসেন মদ, ফেন্সীডিল, ইয়াবার, ব্যবসা করে। নানা রকমের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যেমনঃ সেতুলি ইনটারন্যশনাল হোটেল এন্ড রেষ্টুরেন্টে চলে অবৈদ মেয়ের ব্যবসা বাইপাস মোওে পাথরের প্রজেক্টে চলে ইয়াবার ব্যবসা সম্প্রতী পাথরের প্রজেক্টে ইয়াবার ব্যবসায়ীক ও সেবন কারী দের গ্রেপতার করে থানা পুলিশ। যেমন লাল, বিল্লাল, খশরো, তুফান ও আরও অনেকে অনেক ব্যবসায়ী ধরাছুয়ার বাহিরে। জামালপুর মাদক ব্যবসায়ীর গড ফাদার জাকির হোসেনর রাউজকের অনুমতি ছাড়াই বহুতল ভবন করেছেন। জামালপুরে মাদকের গড ফাদার জাকির হোসেন বিলপাড়া মোড়ে সেতুলী বম্ভে র্গাডেন এখানে রাত দিন চলে বিদেশী মদের ব্যবসা মাদকের গড ফাদার বিষ্টিট ব্যবসায়ীক টেন্ডার বাজীতেও লিপ্ত এবং প্রশাসনের ধরাছুয়ার বাহিরে । জামালপুরে ভয়ানক মাদকের আগ্রাশন থেকে মুক্তি চায় স্থানীয় জনগন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here