যৌথভাবে ইসি’র চাহিদানুযায়ী পিডিপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

0
1143

যৌথভাবে ইসি’র চাহিদানুযায়ী পিডিপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। ড.ফেরদৌস আহমদ কোরেশীকে চেয়ারম্যান, নিলুফার পান্না কোরেশীকে কো-চেয়ারম্যান, প্রিন্সিপাল এম এ হোসেন কে মহাসচিব ঘোষণা করে ২৫১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি ও গঠনতন্ত্র সংশোধনী কন্ঠভোটে সর্বসম্মতিকক্রমে পাশ হয় ।
বক্তারা ,আগামীতে সকল স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ গ্রহনের অংগীকারে স্বল্পব্যয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে ই.সি’র প্রতি আহ্ববান জানিয়েছেন । বক্তারা আরো বলেন, বড় দলের পেশী শক্তির কাছে রিটার্নিং অফিসারেরা ছোট দলকে ভিন্ন চোখে দেখেন বলে মনে হয়, এহেন বৈষম্য কাম্য নয়।
সভার সভাপতিত্ব করেন, সন্মেলন পস্তুতি কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ মোশাররফ হোসেন খান ।
এর আগে স্থায়ী কমিটি ও সন্মেলন প্রস্তুতি কমিটি সকাল দশটায় পিডিপি চেয়ারম্যান ডক্টর ফেরদৌস আহমেদ কোরেশীর সাথে সাক্ষাত করে সন্মেলনের বিস্তারিত বিষয় অবহিত করেন । অসুস্থ্য চেয়ারম্যান ড্ক্টর ফেরদৌস আহমেদ কোরেশী স্বশরীরে উপস্থিত থেকে বক্তব্য শুনে দিকনির্দেশনা দেন। পার্টির চেয়ারম্যান ডক্টর ফেরদৌস আহমদ কোরেশীর রোগ মুক্তি কামনা করে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে নূরুজ্জামান ফিরোজের নির্দেশনায় পিডিপি ছাত্র পরিষদের আয়োজনে সংগীত ও নৃত্য পরিবেশিত হয় ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here