আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বঙ্গভবনে এ সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমান।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এ সাক্ষাতের আয়োজন। প্রতিবছরই রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের এ আয়োজন করেন। এরই অংশ হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ। প্রধান বিচারপতি ছাড়াও হিন্দু সমপ্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।