রৌমারীতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক

0
438

,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে এক হাজার ৩৯ পিস ইয়াবাসহ সজীব মিয়া ওরফে সোনামিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের নিজবাড়ী থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক সজীব মিয়া ওরফে সোনামিয়া চরশৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। এ ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসায়ীকে আটকের জন্য চেষ্টা চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে উক্ত সংখ্যক ইয়াবাসহ তাকে (সোনামিয়া) আটক করা হয়েছে। এ ঘটনায় রৌমারী থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোনামিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here