মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দূর্ঘটনায় মনিরুল ইসলাম(৬০) নামের ১ অটোভ্যান চালক নিহত হয়েছে। মনিরুল যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের আজিজুল হকের পুত্র। মনিরুল ছিলেন একজন অটোভ্যান চালক। মনির ছিলেন ছেলে ৬কন্যা সন্তানের জনক। পরিবারের ১২সদস্যের অন্ন যোগাতে বৃদ্ধ বয়সে বেচে নেন অটো ভ্যান চালনা। প্রতিদিনের ন্যায় গতকার সোমবার ৩১ জুলাই অটোভ্যানে যাত্রী নিয়ে রৌমারী’র উদ্দেশ্যে রওনা দেন। যাত্রী নামিয়ে রৌমারী থেকে ফেরার পথে মির্জাপাড়া কাঠালবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্বে পড়ে যায়। এতে মনিরুল গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে।
পরে তাকে স্থানীয় লোকজন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করে। অপরদিকে একই উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামের ৪১ বছর বয়েসের নারী। সাজেদা বেগম নামে একজন গলায় রসী লাগিয়ে আত্বহত্যার ঘটনা ঘটেছে। এলাকা সুত্রে জানা গেছে সাজেদা বাটকামারী গ্রামের আঃ ছালামের স্ত্রী। গতকাল বিকাল ৩ টার দিকে স্বামীর সঙ্গে কথা কাটাকাটী হওয়ার এক ঘন্টা পর ৪টার দিকে গলায় রসী লাগীয়ে থাকা ঘরের ধর্নার সঙ্গে। ঝলেই আত্বহত্যার ঘটনাটি ঘটেছে পড়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত ওসি রোহানী ঘটনা স্থলে গিয়ে কোনো প্রকার অভিযোগ না থাকায় আত্বহত্যা করা লাশটি দাফপন সম্পূন্ন করেছে মৃত্যুর সুজনরা।