রৌমারী ও রাজিবপুরে ছাত্র দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে

0
1254

মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুরসহ দ্্ুই উপজেলার ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের কর্মী সভায় ওয়ার্ড ইউনিয়ন উপজেলা থেকে শুরু করে ছাত্রদলের নেতারা। কর্মী সভায় ব্যাপকহারে সারা দিয়ে কর্মী সভায় উপস্তিত হয় ছাত্রদলের নেতা কর্মীরা। আজকের ছাত্রদলের কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন  আজিজুর রহমান সভাপতি রৌমারী উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাহেদ হোসেন সোনা সাধারন সম্পাদক রৌমারী উপজেলা শাখা, আঃ রাজ্জাক সহ- সভাপতি রৌমারী, মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ন সম্পাদক রৌমারী উপজেলা , প্রধান বক্তা আমিমুল ইহছান সভাপতি কুড়িগ্রাম ছাত্রদল, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, হাসান জোবায়ের হিমেল সাধারন সম্পাদক জেলা ছাত্রদল কুড়িগ্রাম, কর্মীসভার উপস্থাপনা করেন নাজিমুদ্দিন আকন্দ, সাধারন সম্পাদক উপজেলা ছাত্রদল রৌমারী শাখাঃ সভার সভাপতিত্ব করেন আঃ কাইয়ুম সভাপতি উপজেলা ছাত্রদল রৌমারী শাখা। আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলার ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্ধরা। কর্মী সভার ছাত্রনেতারা বক্তব্যে বলেন বিএনপি আগমী নির্বাচনে অংসগ্রহনের মধ্যদিয়ে খমতায় আসতে হবে। এবং বেগম খালেদা জিয়ার হাতকে আরও সক্তিশালী করতে ছাত্রদলকে সব সময় প্রস্তত থাকতে আহ্বান জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here