একজন কর্মীবান্ধব ও মানবিক নেতা হতে চাই:আ,ফ, ম,আব্দুল আলিম নকী।
বনানী ১৯ নং ওয়ার্ড আ, ফ, ম, আব্দুল আলিম নকী।সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক। ঢাকা মহানগর উত্তর বিএনপি।মাঠ পর্যায়ে অনুসন্ধানে প্রতিবেদকের হাতে তথ্য, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সবকিছুর দলকে ভালোবেসে দীর্ঘ১৭ টি বছর সইতে হয়েছে বিএনপির এই নেতাকে। তিনি বনানী ১৯ নং ওয়ার্ড সবার সুপরিচিত আব্দুল আলীম নকি। সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, ঢাকা মহানগর উত্তর। বিএনপির সাবেক কাউন্সিলর ১৯ নং ওয়ার্ড।আব্দুল আলিম নকি বলেন নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না। একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা পড়তে পারেন, চোখের দিকে তাকালেই কর্মীকে বুঝতে পারেন, প্রত্যন্ত ওয়ার্ড ইউনিট একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারেন। নকি বলেন-আমাদের সাবেক রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান ছিলেন এমনি একজন ক্যারিশমাটিক নেতা, তাঁর সুযোগ্য সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমান একই গুণের অধিকারী নেতা। দূরদর্শী রাজনৈতিক। নেতা যদি প্রকৃত কর্মীকে চিনতে না পারেন, কর্মীর মনের ভাষা পড়তে না পারেন, কর্মীর বিপদে-সংকটে সাধ্যমতো পাশে দাঁড়াতে না পারেন-তিনি নেতা নন।আমাদের প্রিয় নেতা সব সময় কর্মীদের খোঁজ খবর রাখেন।১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বলেন আমরা সৌভাগ্যবান জনাব তারেক রহমানের মত নেতা পেয়েছি। এমনি একজন নেতাকে পেয়েছেন যিনি ক্ষমতায় থাকার সময়ও যেমন দলীয় সর্বস্তরের নেতাকর্মীসহ সর্বসাধারণের পাশে দাঁড়িয়েছেন, ক্ষমতার বাহিরে থেকেও সমভাবে ছিলেন নেতাকর্মীদের পাশে তিনি জনাব তারেক রহমান।প্রতিবেদক গুলশান বনানী ১৯ নং ওয়ার্ড সৌরজমিনে গিয়ে সাবেক কাউন্সিলর আ ফ ম আব্দুল আলিম নকীর জীবন বৃত্তান্ত জানতে পারেন।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়। আব্দুল আলিম নকী তিনি কর্মীদের সবসময় আগলে রাখেন।এখনও রাখেন।
দলমত নির্বিশেষে দলকে চাঙ্গা করতে নেতাকর্মীদের নিজ কার্যালয়ে সর্বোচ্চ সময় দেন।তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের চেষ্টা করেন এই নেতা। আন্তরিকভাবে। হাজারো ব্যস্ততার মাঝেও যে কোন ফোনই তিনি রিসিভ করেন, সময় নিয়ে কথা বলেন, অথচ জানামতে এমন অনেক নেতাকে জানি কর্মীর চরম বিপদে-সংকটে দিনের পর দিন শতটা ফোন দিলেও তা রিসিভ করেন না কিংবা কেটে দেন! এ জাতীয় নেতা, নেতা নন তিনি।………
মাদকের ধ্বংস করতে আব্দুল আলিম নকির ভূমিকা ও এলাকায় অসাধারণ
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানটি বাস্তবায়ন করতে ইউনিট ওয়ার্ক নেতৃবৃন্দদের সর্বদায়ক প্রস্তুত থাকার আহ্বান সাবেক কাউন্সিলর আব্দুল আলিম নকি। তিনি বলেন মাদক একটি মরণ ব্যাধি আমি আমাদের সন্তানদের রক্ষা করতে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থাকবো।