সন্দ্বীপে দুই দফা ধর্ষণের শিকার শিশুর খোঁজ মিলছে না : ধর্ষক পলাতক
চট্টগ্রামের সন্দ্বীপে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার বালিকার বয়স(১৩) বছর। ধর্ষণের শিকার শিশুটির মা পেশায় একজন ভিক্ষুক। তিনি জানান, গত মাসখানেক আগে তিনি ভিক্ষা করতে গেলে একই বাড়ির প্রতিবেশী সোহাগ তাকে ধর্ষণ করে। এলাকাবাসী জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার আশ্রাফ ও জামাল শালিসী বৈঠকের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করে ধর্ষককে। এরপর গত সপ্তাহে সোহাগের সহোদর শিপন আবারও শিশুটিকে ধর্ষণ করে। তারপর থেকে শিশুটি নিখোঁজ রয়েছে। শিশুটির নিখোঁজ সংক্রান্ত সন্দ্বীপ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার মা।
সোহাগ ও শিপন সন্দ্বীপের দীর্ঘাপাড় ইউনিয়নের কমরেড মোজাফফর আহমদ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাদের পিতার নাম গিয়াসউদ্দিন।
ধর্ষণের শিকার শিশুটির মা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথম ঘটনাটি ধামাচাপা না দিলে দ্বিতীয় ঘটনাটি ঘটত না। আমি সুষ্ঠু বিচার চাই।
তিনি আরও জানান, শিশুটির খোঁজখবর না পেয়ে গত মঙ্গলবার দুপুরে সন্দ্বীপ থানা পুলিশের শরণাপন্ন হন। সন্দ্বীপ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তের জন্য উপ-পরিদর্শক জয়ন্ত কে দায়িত্ব দিয়েছি। আমরা আপাতত নিখোঁজ ডায়েরি নিয়েছি। শিশুটির খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। খোঁজ পেলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
এদিকে গোপন সংবাদ পেয়ে সন্দ্বীপে অবস্থানরত নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যান। নৌবাহিনীর একটি সূত্র জানান, ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।