অপরাধরাজনীতি

দীপ্ত টিভির কর্মী খুন: ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা রবি

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তার মৃত্যুর ঘটনায় করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

এর আগে, ১০ অক্টোবর সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের বাসায় ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করা হয়।


জানা যায়, প্লেসান্ট প্রোপার্টিজ ডেভেলপার কোম্পানির সঙ্গে তামিমদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে তাদের বাড়িতে ঢুকে পড়ে ২০-২৫ জন সন্ত্রাসী। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই সন্ত্রাসীরা তামিমকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।


তামিমের বাবার অভিযোগ, প্লেসান্ট প্রোপার্টিস ডেভেলপার কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।


এ ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন এ ঘটনায় অন্যতম অভিযুক্ত প্লিজেন্ট প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

তিনি বলেন, হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থল থেকেই তাৎক্ষণিক তিনজনকে গ্রেফতার করে। পুলিশ তানজিল ইসলাম তামিমের সঙ্গেও বেশ কিছু সময় কথা বলেন। তামিম পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন। হঠাৎ তামিম অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় মনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ওইদিন আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। ঘটনার আগেও বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। তামিমের মৃত্যুর ঘটনায় দায়ের করা এজাহারেও ঘটনাস্থলে আমার উপস্থিতির কথা উল্লেখ নেই।


তামিমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে ঘটনাটিকে প্রচারমাধ্যমে ‘দখলদারিত্ব’ হিসেবে প্রচারের চেষ্টা করা হচ্ছে দাবি করে এ বিএনপি নেতা বলেন, ঘটনাটি কোনো ‘দখলদারির’ বিষয় ছিল না। দখলদারির ঘটনা হলে জমির তিনজন মালিকের অন্যতম মোজাম্মেল কবিরের নাম এজাহারভুক্ত হতো না।


পুরো বিষয়টিই ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত দাবি করে রবিউল আলম বলেন, ওইদিনের ঘটনার পেছনে কোনো সন্ত্রাসী কার্যকলাপ কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার, দখলদারিত্ব কিংবা আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। প্রচারমাধ্যমে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করলেও প্রকৃতপক্ষে এটি ছিল নিছক একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button