অনন্তকাল ‘অপরাজিত’ ব্যাটার হয়ে থাকবেন রাবির সিয়াম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠ। বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্রিকেট ফেস্টের ফাইনাল ম্যাচ। গতকাল রোববার দুপুর দুইটায় ফাইনালে মুখোমুখি হয় ম্যানডামাস একাদশ ও হেবিয়াস কর্পাস একাদশ। প্রথম ইনিংসের অর্ধেক পেরিয়ে গেছে। মাঠে তখন ব্যাট করছিলেন ম্যানডামাসের দলীয় অধিনায়ক মেহেদী হাসান সিয়াম ও শাহ আলম সাজু। এক ছক্কা ও এক চারসহ ৯ বলে ১৬ রান করে তখন নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন সিয়াম।
এমন সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন মাটিতে। আর কিছু বুঝে ওঠার আগেই নিভে যায় তাঁর জীবন প্রদীপ। আর কোনো দিন পৃথিবীর কোনো বোলার তাঁকে আউট করতে পারবেন না। অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজের মতো সিয়ামও অপরাজিত থাকবেন অনন্তকাল।
আইন ও ভূমি প্রশাসন বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন সিয়াম। পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে দলকে ফাইনালের মঞ্চে তোলেন দলীয় অধিনায়ক সিয়াম। ফাইনাল ম্যাচেও অসাধারণ ব্যাটিং করছিলেন তিনি। ইনিংসের ১০.১ ওভারের মাথায় ম্যানডামাসের পঞ্চম উইকেটের পতন ঘটে। আর তখনই সতীর্থ খেলোয়াড়দের কাছে পানি চান নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সিয়াম। কিন্তু সতীর্থরা তাঁর কাছে পৌঁছানোর আগেই মাটিতে লুটিয়ে পড়েন। শুরু হয় খিঁচুনি। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারান তিনি। এরপর সতীর্থ খেলোয়াড়েরা সেবা-শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেন। তবে তাঁর অবস্থার উন্নতি না হলে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। প্রকৃতির নির্মম সত্যের কাছে হার মেনে পুরো বিশ্ববিদ্যালয়কে কাঁদিয়ে খেলার মাঠ থেকেই ৯ বলে ১৬ রানের অপরাজিত এক ইনিংস খেলে বিদায় নেন সিয়াম।