অব্যাবস্থাপনা
পুরান ঢাকায় ব্যবসায়ীর হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার
![পুরান ঢাকায় ব্যবসায়ীর হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার](https://aparadhbichitra.com/wp-content/uploads/2024/12/racj-1733305655-780x450.webp)
রাজধানীর পুরান ঢাকায় নজরুল ইসলাম (৫২) নামে এক ব্যবসায়ীর হাত-পা–মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়, বাবার নাম শামছুল হক।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চকবাজার থানার পোস্তা এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। চকবাজার থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নজরুল পোস্তা এলাকার একটি ভবনের পঞ্চম তলায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়ায় থাকতেন। পুরান ঢাকার লালবাগের আলী নগর এলাকায় তাঁর ‘নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি কারখানা আছে।
চকবাজার থানার উপপরিদর্শক জিল্লুর রহমান জানান, খবর পেয়ে তারা বাসাটিতে যান। বাসার একটি কক্ষ থেকে হাত-পা–মুখ বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।