ইসলাম ধর্ম

অতিতে যাদের ইবাদতের ঘাটতি রয়েছে, পুষিয়ে নিতে পারেন


★ তাওহীদ শতভাগ বাস্তবায়ন করতে হবে। তাওহীদে সমস্যা থাকলে তথা শিরকে লিপ্ত ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না সুতরাং এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

★ ৫ ওয়াক্ত সলাত আদায় করতে হবে।
(🌼 বাড়তি যে কাজগুলো করে অসংখ্য সলাত আদায়ের সওয়াব পাওয়া যায় তা হচ্ছে-
১- জুমার সলাতে পায়ে হেটে গিয়ে ইমামের পাশে বসে মনযোগ দিয়ে খুতবা শুনে সলাত শেষ করলে শত শত বছরের সলাতের সওয়াব পাওয়া যায়।
২- বিধবা ও দুস্থদের সেবায় অনবরত সারা রাত সলাতের সওয়াব পাওয়া যায়।
৩- রাতে ১০০ আয়াত তিলাওয়াতে সারা রাত সলাত আদায়ের সওয়াব পাওয়া যায়।
৪- রাতে বাকারার শেষ ২ আয়াত তিলাওয়াতে তাহাজ্জুদের সলাত আদায়ের সওয়াব পাওয়া যায়।
৫- যোহরের ৪ রাকাত সুন্নত সলাতে তাহাজ্জুদের সলাত আদায়ের সওয়াব পাওয়া যায়।
৬- ইমামের সাথে তারাবি শেষ করাতে সারা রাত সলাত আদায়ের সওয়াব পাওয়া যায়।
৭- উত্তম চরিত্র গঠনে সারা রাত সলাত আদায়ের সওয়াব পাওয়া যায়।
৮- ইশা ও ফজর সলাত জামাতে আদায়ের মাধ্যমে সারা রাত সলাত আদায়ের সওয়াব পাওয়া যায়।
৯- মসজিদুল হারামে সলাত আদায়ের মাধ্যমে লক্ষ গুনের বেশি সলাত আদায়ের সওয়াব পাওয়া যায়)

★ ফরজ যাকাত আদায় করতে হবে।
(🏵️ বাড়তি যা যা করে সদাকার সওয়াব পাওয়া যায় তা হচ্ছে-
১- সুবহানাল্লাহ বলা।
২- আলহামদুলিল্লাহ বলা।
৩- আল্লাহু আকবার বলা।
৪- লা ইলাহা ইল্লাল্লাহ বলা।
৫- আস্তাগফিরুল্লাহ বলা।
৬- সুবহানাল্লহি ওয়া বিহামদিহ বলা।
৭- কুরআন তিলাওয়াত করা।
৮- ভালো কাজের আদেশ করা।
৯- মন্দ কাজ থেকে বিরত রাখা।
১০- স্ত্রী মিলন করা।
১১- রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো।
১২- হাসি মুখে সাক্ষাৎ করা।
১৩- পথ দেখিয়ে দেওয়া।
১৪- পানি তুলে দেওয়া।
১৫- পরিবারের ভরনপোষণ।
১৬- পানি পান করানো।
১৭- গাছ লাগানো।
১৮- সওয়ারিতে উঠতে সাহায্য করা।
১৯- সুবিচার করা।
২০- মসজিদে হেটে যাওয়া।
২১- বিপদগ্রস্তকে সাহায্য করা।
২২- ভালো কথা বলা।
২৩- সৎ আমল করা।
২৪- পাপ থেকে বিরত থাকা)

★ রমজানের ফরজ সিয়াম পালন করতে হবে।
(🏵️ বাড়তি যে কাজগুলো করলে সিয়াম পালনের সওয়াব পাওয়া যায় তা হচ্ছে-
১- বিধবা ও দুস্থদের সেবায় সারা জীবন সিয়াম পালনের সওয়াব পাওয়া যায়।
২- রমজানের সিয়ামের সাথে শাওয়াল মাসের ৬টি সিয়াম পালনে সারাবছর ফরজ সিয়াম পালনের সওয়াব পাওয়া যায়।
৩- আশুরার সিয়াম পালনে সারাবছর সিয়াম পালনের সওয়াব পাওয়া যায়।
৪- প্রতি মাসে ৩টি সিয়াম পালনে সারা মাসের সিয়াম পালনের সওয়াব পাওয়া যায়।
৫- জুমার সলাতে পায়ে হেটে ইমামের পাশে বসে মনযোগ দিয়ে খুতবা শুনে সলাত শেষ করলে শত শত বছরের সিয়াম পালনের সওয়াব পাওয়া যায়)

★ ফরজ হজ্জ পালন করতে হবে।
(🏵️ বাড়তি যে কাজগুলোতে হজ্জের সওয়াব পাওয়া যায় তা হচ্ছে-
১- বাড়ি থেকে সুন্দর করে ওজু করে মসজিদে ফরজ সলাত আদায়ে প্রত্যেক ওয়াক্তের জন্য হজ্জের সওয়াব পাওয়া যায়।
২- ইশরাক সলাত আদায়ে হজ্জের সওয়াব পাওয়া যায়।
৩- মসজিদে কল্যাণকর কিছু শিখতে যাওয়া বা শিখাতে যাওয়াতে হজ্জের সওয়াব পাওয়া যায়)
৪- রমজানে উমরাহ করলে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ্জ করার সওয়াব পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button