সংগঠন
চাঁদপুরে মাদরাসার খুদে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মোঃ সোহেল রানা : চাঁদপুরে বাগাদী দরবার শরিফ লাগোয়া মাদরাসার প্রায় দেড় শতাধিক খুদে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী দরবার শরিফ লাগোয়া মাদরাসার প্রায় দেড় শতাধিক খুদে শিক্ষার্থীকে শীতবস্ত্র ‘কম্বল’ দেওয়া হয়।
খুদে শিক্ষার্থীদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন চাঁদপুর সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘দেশের যেকোনো মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থাকে।
তিনি বলেন, ‘আগামী দিনেও মানবিক এবং সামাজিক কাজে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশের মানুষের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক এবং বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।