১০০ কোটি টাকা ব্যয়ে চালু হচ্ছে পাটের ব্যাগ তৈরির কাজ! সৃষ্টি হবে বিপুল সংখ্যক গ্রামীণ কর্মসংস্থান!

১০০ কোটি টাকা ব্যয়ে চালু হচ্ছে পাটের ব্যাগ তৈরির কাজ! সৃষ্টি হবে বিপুল সংখ্যক গ্রামীণ কর্মসংস্থান!
পাটজাত ব্যাগের উৎপাদন বৃদ্ধিতে পাইলট কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন। এসব কারখানায় ১ কেজি পাট থেকে গড়ে তৈরি হবে ১০০টি সোনালি ব্যাগ।
বর্তমানে প্রতি পিস ব্যাগ সর্বনিম্ন ৬ টাকায় বিক্রি হলেও বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কমে আসবে দাম। পাটের সেলুলোজ প্রক্রিয়াজাত করে তৈরি এই ব্যাগ প্রচলিত পলিথিনের মতোই হালকা-পাতলা এবং টেকসই।
মালামাল বহনের পাশাপাশি এটিকে খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজেও ব্যবহার করা যায়। আগুনে পুড়লে ছাই হয়ে যায় কিন্তু বিষাক্ত কোনো গ্যাস তৈরি করে না।
তাছাড়া পাটজাত সোনালি ব্যাগ রিসাইক্লিং করে একাধিকবার ব্যবহার করা যায়। ব্যবহারের পর ফেলে দিলেও এটি মাটির সাথে মিশে যায় এবং পানিতে গেলে পঁচে মাছের খাদ্যে পরিণত হয়।
এসব বৈশিষ্ট্যের কারণে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব এই ব্যাগ আলাদা গুরুত্ব পাবে। ফলে বিদেশে বাজারজাত করা গেলে এর মাধ্যমে পাট আবারও বাংলাদেশের অর্থকরী ফসল হয়ে উঠবে।