অব্যাবস্থাপনারাজনীতি

বাবার রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে নোয়াখালীতে স্কুল শিক্ষিকার বিলাস বহুল বাড়ি

এম শাহীন আলমঃ
গত ১৫ বছর বাবা নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি হওয়ার সুবাদে অবৈধ উপার্জনের মাধ্যমে মেয়ে প্রাইমারী স্কুলের সহকারি শিক্ষিকার বিরুদ্ধে বিলাস বহুল বাড়ি নির্মাণ সহ বহু অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সরজমিনে অনুসন্ধানে জানা যায়, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম চেয়ারম্যানের গত ১৫ বছরের রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে তার মেয়ে স্হানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সালমা সাদিয়া কোন কিছুর তোয়াক্কা না করে তদবির বাণিজ্য, দখল বাণিজ্যের মাধ্যমে নোয়াখালীর পৌর বাজার এলাকায় বিলাস বহুল বাড়ির মালিক সহ বহু সম্পদের মালিক বনে গেছেন। বিশ্বস্হ সূত্রে জানা যায়,নোয়াখালীর স্হানীয় কয়েকটি ব্যাংকে দলিল রাখার নামে লকারে বিপুল পরিমাণ সোনার গহনা, পে অর্ডার সহ একাউন্টে রয়েছে বিপুল পরিমাণ টাকাও।

এই সালমা সাদিয়ার বাবা নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি হওয়ার সুবাদে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে তোয়াক্কা না করে বিরতিহীন ভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন নিয়েছেন বছরের পর বছর এবং উপজেলা শিক্ষা অফিসার ও স্থানীয় অভিভাবকদের ভয়ভীতি দেখিছেন বলে অভিযোগ পাওয়া যায়। ফ্যাসিষ্ট বাবা ও আওয়ামীলীগের অবৈধ ক্ষমতাকে পুঁজি করে নামে ও বেনামে সুবর্নচরের প্রতিটি বাজারে সরকারি জমি ও দোকান ভিটা দখল করেছেন। কানাডায় হুন্ডির মাধ্যমে বিপুল টাকা পাচার করেছেন পরিবারের অন্য সদস্যদের যোগসাজশে ভবিষ্যতে দেশ ত্যাগ করতে হবে এই ভয়ে এমন তথ্যও পাওয়া যায়। এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্লট ও ফ্ল্যাট কিনেছেন একাধিক যা অপরাধ বিচিত্রার অনুসন্ধান অব্যাহত রয়েছে। গত ১৫ বছর নোয়াখালীতে থানা পুলিশের সাথে যোগসাজশ করে মানুষকে হয়রানি জিম্মি সহ গ্রেপ্তার বাণিজ্যে তদবিরও ছিলো তার অবৈধ ইনকামের আরেকটি রাস্তা। এছাড়াও সালমা সাদিয়ার বড় এক বোন বর্তমানে তিনি ভুমি অফিসের নায়েব হিসেবে কর্মরত আছেন,তিনিও বর্তমানে অবৈধ উপার্জনের মাধ্যমে নোয়াখালী শহরে বহুতল ভবনের মালিক বনে গেছেন। বিলাস বহুল বাড়ি নির্মাণে আয়ের উৎস জানতে চেয়ে সালমা সাদিয়াকে তার মুঠো ফোনে কল দিলে তিনি বলেন,আমার এই বাড়িটি আমার পৈতিক সুত্রে পাওয়া। পরক্ষণে সালমা সাদিয়াকে কেন ফোন দেওয়া হলো এমনটা জানতে নোয়াখালীর এক দালাল সাংবাদিক ফোন দিয়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক এর নিকট নিউজ না করতে তদবির করেন। এছাড়াও সালমা সাদিয়ার বাবা সেলিম চেয়ারম্যান এর বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে আরো বিস্তারিত পরের সংখ্যায় ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে সু- দৃষ্টি দিয়ে যথাযথ ব্যবস্হা গ্রহণে দুর্নীতি দমন কমিশনের নিকট আবেদন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button