বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশান।

ইশতিয়াক আহমদ মাসুমঃ
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশান।
আনুষ্ঠানিকতার প্রথম দিন শুক্রবার থেকেই ফাউন্ডেশানটি তাদের কার্যক্রম চলমান রেখেছে। আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে উপস্থিত থেকে বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রান মুসল্লিদের সেবা-যত্নে নিজেদের নিয়োজিত রাখবেন বলে জানা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মুসল্লিদের অনেকেই এই সেবা নিতে ভিড় করছেন।
ইজতেমার দ্বিতীয় দিনেও বিভিন্ন জেলা থেকে মুসল্লিদের আগমণে মুখরিত ইজতেমা ময়দান। পুরো ইজতেমার ময়দান এখন মুসুল্লিদের পদচারণায় মুখোরিত।গত শুক্রবার সকালে আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে প্রথম পর্বের শেষ ।
তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল ১০টা থেকে নজমের জামাতের সাথিদের সঙ্গে বয়ান করছেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। ইজতেমার পুরো সময় কীভাবে পার করবে সেসব নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা চলছে।
ইতোমধ্যে মধ্যে ৭২টি দেশ থেকে ৩,২৫৬ জন বিদেশি মেহমান ময়দানে অবস্থান করছেন। ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরবেন।
বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইসলামী জমায়াতে অংশ গ্রহণ করেছে। ইজতেমাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।