ইসলাম ধর্ম

তাসবীহ পড়বো নাকি ইস্তেগফার??

ইমাম ইবনুল জাওযী (রহিমাহুল্লাহ) কে একজন জিজ্ঞেস করলেন-

“এই উভয়ের মাঝে কোন আমলটি উত্তমঃ তাসবীহ পড়বো নাকি নিজ কর্মের জন্য ইস্তেগফার পড়বো??”

তিনি(রহঃ) জবাবে বললেনঃ

“(একটি) ময়লাযুক্ত কাপড়ের জন্য সুগন্ধি অপেক্ষায় সাবানের প্রয়োজন বেশি!!”

(ফতহুল বারী,ইবনু হাজার১১/১০৩,দারুল মা’রিফাহ-বাইরুত; যাইলু ত্ববাক্বাতিল হানাবিলাহ,ইবনু রজব ২/৪৯৭)

অর্থাৎ তাসবীহ এমন একটি আমল যা সুগন্ধির ন্যায় এই আমলে তো বাহ্যিক ভাবে তার নেকী হবে কিন্তু গুনাহ থেকে পবিত্র না হতে পারলে এই তাসবীহের বাহ্যিক প্রভাব বেশী স্থায়ী হবেনা। কিন্তু ইস্তেগফার তথা নিজ কৃত কর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইলে আল্লাহ গুনাহের কারণে অন্তরে লেগে থাকা ময়লাকে পবিত্র করে চমকাবেন।

সুতরাং তাসবীহ হচ্ছে পবিত্রদের জন্য সুগন্ধি স্বরুপ, আর ইস্তেগফার হচ্ছে গুনাহগারদের জন্য সাবান স্বরূপ।

-মাওলানা আব্দুল্লাহ্ আল মামুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button