র্যাব – ১৩ এর অভিযানে চোরাচালানকালে ১টি কালো কষ্টিপাথর বিষ্ণু মূর্তি উদ্ধারঃ ১জন গ্রেফতার

জাকির হোসেন সুজনঃ
বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হত্যা ,ধর্ষণ, চোরাকারবারি রাহাজানি সহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন।র্যাব-১৩ এর একটি সাম্প্রতিক অভিযানে এরই ধারাবাহিকতা র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি- ২, নীলফামারী একটি আভিযানিক দল সুনিদিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ০৪/০২/২৫ তারিখ ২২:১৫ ঘটিকার সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ৩ নং শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামস্থ জনৈক মোঃ খোরশেদ আলম (৫০), পিতা মৃত ছমীর উদ্দিনের বসতবাড়ির পশ্চিমে উঠানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আককাছ আলী(৫২), পিতা মৃত আবেদ আলী, সাং শতগ্রাম ওয়ার্ড নং -৪ ,ডাকঘর ঝাড়বাড়ি, ইউপি- ৩ নং শতগ্রাম, থানা বীরগঞ্জ জেলা দিনাজপুর গ্রেপ্তার করতঃ ধৃত আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ০৩নং শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামস্থ জৈনক মোঃ খোরশেদ আলম৫০), পিতা মৃত ছমির উদ্দিন এর বসতবাড়ির পশ্চিমে উঠান (খুলি) এর দক্ষিনে লাউ গাছের মাচার নিচে অনুমান ৮ ইঞ্চি মাটি খনন করে ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ এবং ৩৯৫ (তিনশত পঁচানব্বই) কেজি এবং আনুমান ৩,৯৫,০০,০০০/- (তিন কোটি পাঁচানব্বই লক্ষ) টাকা মূল্যের একটি কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি সহ একটি মোটরসাইকেল উদ্ধার করিতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উক্ত আসামী জানায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবত মূর্তি ব্যবসার সাথে জড়িত এবং বহুদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চালান করে আছে। ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর25B(1)(A) ধারার একটি মামলা রুজু পূর্বক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করায়। অভিযানের সময় একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত মূর্তিটি প্রাচীন ও মূল্যবান বলে ধারণা করা হচ্ছে। র্যাব-১৩ এর কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাতে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা যায় এবং অবৈধ পাচার রোধ করা যায়।