
মোঃ জাহাঙ্গীর আলমঃ
সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে লালমাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক খাবার ব্যাবস্থাপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুর ১২ টায় লালমাই উপজেলা যুবউন্নয়ন অফিসের কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খান।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শুধু লালমাই উপজেলাকে নয়, কুমিল্লা জেলা সহ বাংলাদেশকে উন্নতশীল দেশে এগিয়ে নিতে যুবদের করনীয় এবং যুব উন্নয়নের প্রশিক্ষণের কার্যকারিতা ও গুরুত্ব অপরিসীম। তিনি আরো বলেন উন্নত বিশ্বের সাথে
তাল মিলিয়ে চলতে যুবদের প্রশিক্ষণের মাধ্যমে
দক্ষ করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রন্জিত সেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, ২০ জন প্রশিক্ষণার্থী সহ বিভিন্ন যুব সংগঠনের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।