লালমাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলমঃ
ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ ও গনহত্যায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বাদ আছর উপজেলার কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে নতুন ভবনের নিচতলায় সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক মোঃ আবদুল্লাহ আল নোমান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলার নেতা মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ ইয়াকুব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুল্লাহ আল ইমন,মোঃ ফয়সাল আহমেদ, মোঃ সজিব সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।