লালমাইয়ে শীতকালীন ৫৩ তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলমঃ
লালমাইয়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা সমিতির ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তারুণ্য দীপ্ত ছাত্র-ছাত্রীগন খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতিকে আগামীর উন্নত বাংলাদেশের পথ দেখাবে এবং বহিবিশ্বে ক্রীড়াঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করবে। নিয়মিত খেলাধুলা করলে শারীরিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে। সেইসাথে মাদক, ইভটিজিং সহ নানাবিধ অপরাধ থেকে নিজেদের রক্ষা করতে পারে।তাই পড়ালেখার পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ ফলে তরুণ- তরুণীরা নিজেদেরকে সমাজে তুলে ধরতে পারে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রঞ্জিত সেন।
দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূঁইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পেরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই থিয়েটারের সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ আবদুল্লাহ আল নোমান,মোঃ সাদ্দাম বিন হোসেন, মোঃ আবদুল্লাহ ইমন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ক্রীড়া শিক্ষকগন, শিক্ষক মন্ডলী, ছাত্র – ছাত্রী বৃন্দ।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২১ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,১৯ টি দাখিল মাদ্রাসার ছাত্র – ছাত্রীরা অংশ গ্রহণ করেন। ৩৪ টি ইভেন্টে এ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে। ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন ট্রফি ও রানারআপ ট্রফি প্রদান করা হয়েছে।