রাজনীতি

‘সংস্কারের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি’

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে হলে বিএনপি বাধা দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘বিএনপি যদি মনে করে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, তবে নির্বাচন কমিশনের পাশাপাশি আমরাও বাধা দেব।’

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে, ‘সংস্কার কমিশনের তিনটি প্রস্তাবের বিপরীতে ইসির স্বাধীনতা ‘খর্ব করবে’- সিইসির এমন মন্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এদিন ইসির সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।

নজরুল ইসলাম খান বলেন, ‘সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে অংশীদারদের সঙ্গে সরকারের আলোচনা শেষে একটি সিদ্ধান্ত আসবে। সে অনুযায়ী যদি আইন, বিধির পরিবর্তন হয় নির্বাচন কমিশনকে তা মানতে হবে। তবে এখনো সেগুলো হয়নি।’

বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি কেমন, সেটি জানতে চেয়েছি। মনে হচ্ছে, নির্বাচন কমিশন সঠিকভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’

ইসির ভোটার তালিকা হালানাগাদ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আলোচনার পর মনে হয়েছে আগামী মে-জুন মাসের মধ্যে তারা (ইসি) আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত থাকবে।তবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন কমিশনের নাই, রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের অনুরোধ সাপেক্ষে কমিশন নির্বাচন আয়োজন করবেন।’

ইসির প্রস্তুতি অনুযায়ী খুব দ্রুতই নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যদি মে-জুন মাসের মধ্যে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতি থাকে এবং আরো কিছু প্রাসঙ্গিক সমস্যা থাকলেও সেটা দূর করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।’

বিএনপি কত দিনের মধ্যে নির্বাচন চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু নির্বাচন তারিখ ঘোষণা করার দায়িত্ব সরকারের। আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটি আলোচনা রয়েছে। আমরা সেখানে এই প্রসঙ্গ তুলব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button