অপরাধ

ডিবি পরিচয়ে ডাকাতি, ৩০ লাখ টাকার সয়াবিন তেল বিক্রি করা হয় ৮ লাখে: পুলিশ

ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার থেকে গতকাল রোববার পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১ হাজার ৯০০ কেজি সয়াবিন তেল, পরিত্যক্ত দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশছবি: ডিএমপির কাছ থেকে পাওয়া

আজ সোমবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংখ্যা বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

পরিত্যক্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছেছবি: ডিএমপির কাছ থেকে পাওয়া

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মুন্সিগঞ্জের একটি কারখানায় ৩০ লাখ টাকার সয়াবিন তেল ৮ লাখ টাকায় বিক্রি করে ডাকাত দলের সদস্যরা। ডাকাতির সঙ্গে যুবলীগের এক নেতা জড়িত বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ সম্মেলনে উপকমিশনার বলেন, গত ২ ও ২২ জানুয়ারি ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। একটি ট্রাকে ৭৫ ড্রাম আরেকটি ট্রাকে ৬০ ড্রাম সয়াবিন তেল ছিল। চট্টগ্রাম থেকে সয়াবিন তেল বোঝাই করে উত্তরবঙ্গে যাওয়ার পথে ঢাকায় এই দুটি ডাকাতির ঘটনা ঘটে। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, দুটি ডাকাতির ঘটনার ধরন একই রকম।

উপকমিশনার মাসুদ আলম আরও বলেন, সাদা মাইক্রোবাস দিয়ে ট্রাক দুটির গতিরোধ করা হয়। পরে ডিবি পরিচয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করা হয়। এ সময় তাঁদের সঙ্গে লেজার লাইট, ওয়াকিটকি ছিল। ডাকাতির পর একটি ট্রাক নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জ এলাকায়, অন্যটি নিয়ে যাওয়া হয় পূর্বাচল এলাকায়।

উদ্ধার করা মাইক্রোবাসছবি: ডিএমপির কাছ থেকে পাওয়া

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, ডাকাতির পর চালকদের রাস্তায় ফেলে দেওয়া হয়। মুন্সিগঞ্জের একটি কারখানায় ৩০ লাখ টাকার সয়াবিন তেল ৮ লাখ টাকায় বিক্রি করে ডাকাত দলের সদস্যরা।

ধানমন্ডি থানা সূত্র জানায়, গ্রেপ্তার মো. জাকির প্রকাশ তৌহিদ ডাকাত দলের প্রধান। তাঁর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তার মো. বেলাল চাকলাদার মতিঝিল ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি। তাঁর নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি ও উত্তরা পশ্চিম থানায় আরেকটি হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির আড়ালে ডাকাতির সঙ্গে জড়িত।

গ্রেপ্তার বাকিদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা হলেন মো. মঞ্জু (৪০), সাইফুল ইসলাম (৪০), মো. রাসেল (২৮), মো. জাহিদ (২৪), মো. ইসমাইল হোসেন (৩৩), মো. হিরা শেখ (৩৫), মো. রফিক (৩৫), মো. বাঁধন (৩০), চাঁন মিয়া (৫৪) ও মো আসলাম খান (৪৫)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button