নারায়ণগঞ্জে বিএনপি ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলা যুবলীগের সহ সভাপতি ও বাঞ্ছারামপুর বিএনপির অঙ্গসংগঠনের চার নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোর থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কালাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন এবং আড়াইহাজারের যুবলীগের সহ সভাপতি মো. হারুন অর রশিদ।
এছাড়া আড়াইহাজার উপজেলার বাগাদী কান্দাপাড়া এলাকার মো.খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সোনাকান্দা এলাকার আল আমিন জুয়েল রানা, মো. আবু মুছা, রাসেল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে- যুবলীগ নেতা মো. হারুন অর রশিদ আড়াইহাজার থানার আসামি। বাঞ্ছারামপুর বিএনপির চার নেতাসহ ৬ জনকে ৩৪ ধারা মূলে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকী ৬ জনকে ফৌজাদারি আইনের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদের মধ্যে মাদক সেবন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির চার নেতাকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে এবং যুবলীগ নেতাকে আড়াইহাজার সদর থেকে এবং অপর নয় জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে যৌথবাহিনী।
ওসি এনায়েত হোসেন বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অভিযানে ১৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। তাদেরকে বিভিন্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’