ইসলাম ধর্ম

সূরাঃ আল-আম্বিয়া [21:10]

আমি তোমাদের প্রতি একটি কিতাব অবর্তীর্ণ করেছি; এতে তোমাদের জন্যে উপদেশ রয়েছে। তোমরা কি বোঝ না?
সূরাঃ আল-কাসাস [28:50]
অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, তবে জানবেন, তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর হেদায়েতের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয় আল্লাহু জালেম সম্প্রদায়কে পথ দেখান না।
সূরাঃ আল-আরাফ [7:3]
তোমরা অনুসরণ কর, যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে
সূরাঃ আল-আনাম [6:106]
আপনি পথ অনুসরণ করুন, যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে।
সূরাঃ আল-বাকারা [2:2]
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য,
সূরাঃ ক্বাফ [50ঃ45]
তারা যা বলে, তা আমি সম্যক অবগত আছি। আপনি তাদের উপর জোরজবরকারী নন। অতএব, যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন।
সূরাঃ আল-রুম [30:58]
আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি।

সুতরাং কোরআনের অর্থ সম্পুর্ণ বুঝে পড়েন সব জানতে পারবেন ইনশাআল্লাহু, না জানলে মানছি কি সঠিক না বেঠিক তাতো জানি না আর সঠিক না হলেই আগুনে পোড়াবে চিরকাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button