সাংবাদিক ফারুক আলম তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহা. মাসুদুন্নবী নূহুঃ
দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক এবং সংবাদপত্র শিল্পের উজ্জ্বল নক্ষত্র সাংবাদিক ফারুক আলম তালুকদারের রুহের মাগফেরাত কামনায়, পত্রিকার পরিবারের উদ্যোগে আজ (১৬ ফেব্রুয়ারী-২৫) রবিবার, ৩ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক আলোর জগত পত্রিকার প্রধান সম্পাদক তুহিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তারা বলেন, সাংবাদিক ফারুক আলম তালুকদার ছিলেন সংবাদপত্র শিল্পের একনিষ্ঠ ব্যক্তিত্ব, যিনি তার কর্মজীবনে প্রিন্ট মিডিয়ার অঙ্গনে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তার মৃত্যু বাংলাদেশের সংবাদপত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি ও অবদান চিরকাল আমাদের মনে থাকবে।
এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সহিদুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন, সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক সাঈদুর রহমান রিমন, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা মো. আবুল বাসার মজুমদার, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এইচ এম মোরশেদ,
দৈনিক আলোর জগত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সরকার জামালের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশা নর সভাপতি এ কে এম মহসীন, দৈনিক রূপবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ,
বিএফইউজের সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, দৈনিক একুশে বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ সরকার, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মো. মাহবুবুল ইসলাম, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ মাসুদ, মেজর মাহবুব (অব.), দৈনিক মুক্তির লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, দৈনিক আলোর জগত পত্রিকার নির্বাহী সম্পাদক এইচ এম এরশাদ প্রমুখ।