সাবেক এমপি ফজলে করিমকে তোলা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

মুহাম্মদ জুবাইরঃ
চট্টগ্রাম উত্তর জেলা রাউজানের সাবেক এমপি ফজলে করিমকে তোলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়, যেখানে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফজলে করিম চৌধুরীকে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিল।
গত বছরের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে ফজলে করিম চৌধুরীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করে। পরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, চাঁদাবাজি জমি দখলসহ মোট ১০টি মামলা রয়েছে।
ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিলেন।