ইসলাম ধর্ম

কেমন হবে বিচার দিবস?

(০১) সেদিন সকলে একত্রিত হবে।
(সূরা আনআম-২২)

(০২) দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়।
(মিশকাত-৫২৯৮)

(০৩) মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।।
(বোখারী,মুসলিম)

(০৪) কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।
(মিশকাত-৫৩০২)

(০৫) প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।
(বোখারী-৪৭৪১)

(০৬) সেদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমন কি ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছাবে।
(বোখারী)

(০৭) সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।
(বোখারী,মুসলিম)

(০৮) দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহকে সিজদাহ্ দিতে পারবে না।
(সূরা ক্বলাম ৪২-৪৩)

(০৯) মুমিনদের হিসাব হবে মুখোমুখি।
(মিশকাত)

(১০) যার হিসাব পুঙ্খানুপুঙ্খ রুপে যাচাই করা হবে সে ধ্বংস হবে।
(মিশকাত-৫৩১৫)

(১১) ঐ দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।
(সূরা ইয়াসিন-৬৫)

(১২) হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে ।
(সূরা আন নূর-২৪)

(১৩) সেদিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান।
(মুসলিম,মিশকাত- ১৭৭৩)

(১৪) তবে ঐ দিন মুমিনদের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে।
(বাইহাকি,মিশকাত ৫৫৬৩)
………….……………….
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং পরিপূর্ণ ঈমান ও আমল সাথে তাঁর কাছে যাওয়ার তৌফিক দান করুন।
আমিন।
اللهم إني أعوذبك من التردٌِي والهدم والغرق والحريق

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button