অপরাধ

পিতাকে হত্যা মামলার  পলাতক আসামি মোঃ আঃ আউয়াল (৫৬)’কে  গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-১ 

চাঞ্চল্যকর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নিজ পিতাকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আঃ আউয়াল (৫৬)’কে গতকাল ১৮/০২/২০২৫ ইং তারিখ সন্ধ্যায় গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-১।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মোঃ আঃ আউয়াল পারিবারিক দ্বন্দ্বে তার নিজ পিতাকে হত্যা করে। উক্ত ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ২৬/২৪৯, তাং-২২/০৬/২০১৭ইং ১৮৬০ সালের ধারা-১৪৩/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড) দায়ের হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের কারাদন্ড প্রদান করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি মোঃ আঃ আউয়াল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আঃ আউয়ালকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে গতকাল ১৮/০২/২০২৫ ইং তারিখ সন্ধ্যায় গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকা হতে আসামিকে গ্রেপ্তার করে। ভবিষ্যতে র‌্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button