লালমাইয়ে গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে ত্রাণ বিতরণ ও মৎস্যচাষ প্রশিক্ষণের শুভ উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম:
মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে সমাজসেবা কার্যক্রম-২০২৫ এর আওতায় কুমিল্লা ট্রমা হসপিটালের ডাঃ আবদুল হকের অর্থায়নে সুপেয় নিরাপদ পানির জন্যে ১০ টি পরিবারের মাঝে টিউবওয়েল দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে গরীব, অসহায় ১২টি পরিবারের মাঝে একবান করে ঢেউটিন বিতরণ, ১ জন প্রতিবন্ধী সহ ৩ জনকে সেলাই মেশিন বিতরণ, ২ পরিবারের মাঝে সেনেটারি ল্যাট্রিন বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ,৩০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে অতিথিদের মাঝে পবিত্র আল কুরআন শরীফ উপহার প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের প্রাঙ্গণে সংস্থার উদ্যোগে আলোচনা সভা, ত্রাণ বিতরণ ও ৭ দিনব্যাপী মৎস্যচাষ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ এর পক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ ওমর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর মাওলা চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাহিদুর রহমান ইসলাম, উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবদুল করিম মজুমদার প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ, সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার সদস্যগন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
সংস্থার দাতা সদস্য হিসেবে মনোনীত হন আমেরিকা প্রবাসী গোলামুর রহমান সুমন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুব উদ্যোক্তা মোঃ রাসেল আহমেদ।