ইসলাম ধর্ম
সূরা কদর, মক্কী আয়াত- ৫, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। নিশ্চয় আমি নাযিল করেছি এ কোরআন মহিমান্বিত রাত্রিতে;
২। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কি?
৩। মহিমান্বিত রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।
৪। সেই রাত্রে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ তাদের রব্বের আদেশক্রমে নাযিল হয়।
৫। সেই রাত্রি শান্তিই শান্তি, ফজর হওয়া পর্যন্ত।