ইসলাম ধর্ম

সূরা গাশিয়াহ, মক্কী আয়াত- ২৬, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে

১। আপনার কাছে কি কিয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে?

২। সেদিন অনেক মুখমণ্ডল হবে লাঞ্ছিত,

৩। কষ্টে ক্লিষ্ট, ক্লান্ত, দুর্দশাগ্রস্ত,

৪। তারা প্রবেশ করবে দগ্ধকারী অগ্নিতে,

৫। তাদেরকে পান করানো হবে ফুটন্ত ঝরনা থেকে,

৬। তাদের জন্য কোন খাদ্য থাকবে না কাঁটাযুক্ত শুষ্ক লতাগুল্ম ছাড়া,

৭। যা তাদেরকে পুষ্টও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।

৮। সেদিন অনেক মুখমণ্ডল হর্ষোৎফুল্ল হবে

৯। নিজেদের কৃতকর্মের কারণে সন্তুষ্ট হবে,

১০। সুউচ্চ জান্নাতে অবস্থান করবে,

১১। সেখানে তারা কোন নিরর্থক কথাবার্তা শুনবে না।

১২। সেথায় থাকবে প্রবহমান ঝরনাসমূহ,

১৩। সেখানে থাকবে উঁচু উঁচু সুসজ্জিত পালঙ্কসমূহ,

১৪। আর সদা প্রস্তুত পানপাত্রসমূহ,

১৫। এবং সারি সারি সাজানো বালিশসমূহ।

১৬। আর সবদিকে বিছানো গালিচাসমূহ।

১৭। তবে কি তারা উটের প্রতি লক্ষ্য করে না, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে

১৮। আর লক্ষ্য করে না কি আসমানের দিকে কিভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?

১৯। এবং পর্বতমালার দিকে, কিভাবে তা দাঁড় করিয়ে রাখা হয়েছে?

২০। এবং যমীনের দিকে, কিভাবে তা সমতলে বিছানো হয়েছে?

২১। অতএব, আপনি উপদেশ দিতে থাকুন, আপনি তো একজন উপদেশদাতা মাত্র:

২২। আপনি তাদের দায়গ্রস্ত কর্ম নিয়ন্ত্রক নন।

২৩। তবে কেউ মুখ ফিরিয়ে নিলে এবং কুফরী করলে।

২৪। আল্লাহ্ তাকে দিবেন অত্যন্ত কঠোর শাস্তি।

২৫। পরিশেষে আমারই কাছে তাদের ফিরে আসতে হবে;

২৬। অতঃপর তাদের হিসাব-নিকাশ গ্রহণ করা আমারই কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button