ইসলাম ধর্ম
সূরা যিলযাল, মাদানী আয়াত-৮, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। যখন পৃথিবীকে তার ভীষণ কম্পনে প্রকম্পিত করা হবে,
২। এবং যখন পৃথিবী তার বোঝা বের করে দেবে,
৩। আর লোকেরা বলবে: এর কি হল?
৪। সেদিন সে তার যাবতীয় খবর ব্যক্ত করবে,
৫। এ কারণে যে, আপনার রব্ব তার প্রতি এরূপ আদেশই করবেন।
৬। সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
৭। অতএব, কেউ অণুপরিমাণ নেক কাজ করে থাকলে, সে তা দেখতে পাবে;
৮। আর কেউ অণু পরিমাণ বদ কাজ করে থাকলে, সেও তা দেখতে পাবে।