আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও ব্যবসায়ীর উপরে হামলা করে ভেকু দিয়ে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় চলমান জমি সংক্রান্ত মামলার মাঝেই এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ৮ এপ্রিল রাত আনুমানিক ৩ টার দিকে। এ ঘটনায় ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ (২৯) হালিশহর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগে জানা যায়, অভিযুক্ত মোঃ ইদ্রিস (৭২) এবং তার পুত্র মোঃ রাশেদুল হাসান (৪০) দুজনেই বর্তমানে চকবাজার থানাধীন মেহেদীবাগ এলাকার ইকুইটি এভিনিউর ৫ম তলার সি-৬ ফ্ল্যাটে বসবাস করেন। তারা রাতের আঁধারে বুলডোজার নিয়ে ইসতিয়াকের ভাড়াকৃত থাই অ্যালুমিনিয়ামের দোকানের সামনে উপস্থিত হয়ে দেওয়াল ভাঙার চেষ্টা চালায়। ভুক্তভোগী ও তার লোকজন বাধা দিলে অভিযুক্তরা তাদের মারধরের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী মো: বেলাল বলেন, “আমি পৈতৃক সূত্রে এই জায়গার মালিক এবং বৈধভাবে দোকান পরিচালনা করে আসছি। এর আগেও দোকানের ভাড়াটিয়া তাদের দ্বারা দেশীয় অস্ত্রসহ হামলার শিকার হয়েছিলো। সেই ঘটনায় একটি মামলা হলে সেটি চট্টগ্রামের ২য় জজ সিনিয়র সহকারী আদালতে বিচারাধীন রয়েছ । মামলার রায় হওয়ার আগেই তারা আবারো হামলা চালিয়ে আদালতকেও অমান্য করছে।”
স্থানীয় জনপ্রতিনিধিরা এই জায়গা নিয়ে উভয় পক্ষকে তিনবার বসিয়ে কাগজপত্র দেখে সমাধানের উদ্যোগ নিলেও অভিযুক্তরা তাতে কোনো আগ্রহ না দেখিয়ে পুনরায় সহিংস পথ বেছে নেয়। পরে গণমাধ্যমকর্মীদের সামনে জনপ্রতিনিধিরা বলেন, “আমরা চাই বিষয়টির একটি সুন্দর সমাধান হোক।”
ভুক্তভোগীর দাবি, আদালতের বিচারাধীন একটি বিষয়ে এভাবে বারবার হামলা চালানো আইনের প্রতি চরম অবমাননা। তারা প্রশাসনের নিকট দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে হালিশহর থানার ওসি…. বলেন আমার এলাকায় কোনো ভাঙচুর হবেনা।
এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।