সংগঠন

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকে’র নিঃশর্ত মুক্তির দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুর প্রেসক্লাবের সামনে সকাল ১১.৩০টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক ফ্রন্ট রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর কমিটির সদস্য মাজেদুল ইসলাম দুলাল, সদস্য মিজানুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের রংপুর জেলার সংগঠক হিরামণি হাসি, কৃষক ফ্রন্ট রংপুর জেলার সংগঠক আবুল কালাম আজাদ, ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সদস্য সচিব উত্তম কুমার প্রমুখ, সঞ্চালনা করেন শ্রমিক নেতা হামিদ বাবু । গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একটি দায়িত্বশীল সংগঠন, যারা শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি একটি ভারসাম্যপূর্ণ স্থিতিশীল পোশাক শিল্পে সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদকে গত ১৫ এপ্রিল বুধবার রাত ১.৩০টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় তাঁর নিজ বাড়ি থেকে যৌথবাহিনী গ্রেপ্তার করে।

 শ্রমিক ফ্রন্ট রংপুর মহানগর সভাপতি মমিনুল ইসলাম বলেন, রবিনটেক্স কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের মতপ্রকাশের অধিকার দমন করে আসছে। চলমান মামলার পাশাপাশি শ্রমিকদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। ইউনিয়ন গঠনের অধিকারকে বাধাগ্রস্ত করতে গ্রেপ্তার, মামলা ও পুলিশি হয়রানির মতো কৌশল নিয়েছে কর্তৃপক্ষ।

সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমিক ইউনিয়ন ধ্বংসে মালিকপক্ষ ও প্রশাসনের যৌথ ভূমিকা শ্রমিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত করে। প্রশাসনের এমন ভূমিকা পোশাক শিল্প ও শ্রমিকদের সম্পর্কের ভারসাম্য নষ্ট করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সমাবেশ থেকে অবিলম্বে সেলিম মাহমুদসহ গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি শ্রমিকদের হয়রানি , শ্রমিক ছাঁটাই ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button